আয়ারল্যান্ড -বাংলাদেশ এর খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।
নতুন খবর হচ্ছে, করোনা মহামারীর কারণে স্থগিতকৃত সিরিজটি খেলতে আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল৷ তবে, শিডিউল জটিলতার কারণে কমে আসছে সিরিজের পরিধি৷
২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। খেলার কথা ছিল ৩টি একদিনের ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ৷ কিন্তু, পুরো পৃথিবী তখন করোনা মহামারীতে স্তব্ধ। বাকি সব ক্ষেত্রের মত কালো ছায়া নেমে আসে ক্রিকেট পাড়ায়ও৷ পূর্বনির্ধারিত সেই সিরিজ তাই বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো সেই সিরিজের দিনক্ষণ ঠিক করেছে বিসিবি ও আয়ারল্যান্ড ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ)৷ আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র ধরে এমন খবরই জানিয়েছে ক্রিকবাজ।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, মে মাসে অনুষ্ঠিত সেই সিরিজ থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি ম্যাচ৷ ব্যস্ত আন্তর্জাতিক শিডিউলের কারণে আপাতত আয়ারল্যান্ডে শুধু তিনটি একদিনের ম্যাচ খেলবে টাইগাররা। পরবর্তীতে ২০২৩ সালের কোন এক সময় আয়ারল্যান্ড গিয়ে বাকি থাকা চারটা টি-টোয়েন্টি ম্যাচ খেলে আসবে তারা৷
ক্রিকবাজের সাথে কথা বলার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছরের মে মাসে শুধু একদিনের ম্যাচ খেলতে আয়ারল্যান্ড যাবো৷ পরে ২০২৩ সালের কোন একসময় গিয়ে খেলে আসবো বাকি থাকা টি-টোয়েন্টি ম্যাচগুলো৷’