আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। লুকাস পাকেতার একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে সেলেকাওরা।
আজ ভোরে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন লুকাস পাকেতা। নেইমারের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোলটি করে ব্রাজিলকে বিশ্বকাপের টিকেট এনে দেন এই তরুণ তুর্কী।
গত মাসে এই কলম্বিয়ার বিপক্ষেই ড্র করে তিতের দল। যা এবারের বিশ্বকাপ বাছাইয়ে তাদের একমাত্র ড্র! সেই ম্যাচটি ছাড়া এখন পর্যন্ত খেলা বাকি সবগুলো ম্যাচেই জয় পেয়েছে নেইমাররা।
এদিকে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধটা ছিল একেবারেই নিষ্প্রান। গোল হওয়ার মতই কোন আক্রমন করতে পারেনি কোন দলই। হয়েছে অনেকগুলো ফাউল যা খেলার গতি করেছে নষ্ট।
দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন আনেন ব্রাজিল কোচ তিতে। ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহারা মাঠে নামলে খেলায় ব্রাজিলের আক্রমন একটু বাড়ে। তেমনি একটি আক্রমন থেকে ম্যাচের ৭৫তম মিনিটে আসে একমাত্র গোলটি। নেইমারের পাস থেকে লুকাস পাকুয়েতা গোল করে ব্রাজিলকে জয় এনে দেন।
এই জয়ের কল্যানে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ব্রাজিল।