কাল জিতলেই কাতার বিশ্বকাপ নিশ্চিত হবে ব্রাজিলের

আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ছয়টায় নিজেদের ঘরের মাঠ করিন্থিয়ান্স এরেনা’তে সফরকারী কলম্বিয়াকে আতিথ্য দিবে স্বাগতিক পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিল।

এদিকে ১১ ম্যাচের ১০ টিতে জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে আছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জিতলেই তিতের দলের কাতার যাওয়া নিশ্চিত হয়ে যাবে।

অন্যদিকে ১২ ম্যাচে তিন জয়, সাত ড্র ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে কলম্বিয়া। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কলম্বিয়ার চাইতে ঢের এগিয়ে আছে কোচ তিতের শিষ্যরা।

ব্রাজিলের ২০ জয়ের বিপরীতে মাত্র তিনটিতে জিতেছে কলম্বিয়া। ড্র হয়েছে ১১ টি ম্যাচ। দুই দলের শেষ পাঁচ ম্যাচের দেখায়ও এগিয়ে আছে ব্রাজিল। তাদের ২ জয়ের বিপরীতে কলম্বিয়ার জয় শূন্য। বাকি তিনটি ম্যাচ শেষ হয়েছিলো অমিমাংশিতভাবে।

এদিকে পরিসংখ্যান ও সম্প্রতি পারফরম্যান্সে ব্রাজিল এগিয়ে থাকলেও কলম্বিয়াকে আশার আলো দেখাচ্ছে গত ম্যাচে ব্রাজিলকে গোলশূন্যতে রুখে দেওয়ার স্মৃতি। ২৩ দলের ব্রাজিল শিবিরে কোনো ইনজুরি বা সাসপেন্ড সমস্যা নেই। তাই নিসন্দেহে কলম্বিয়ার বিপক্ষে নিজের সেরা একাদশ মাঠে নামাতে পারবেন ব্রাজিল কোচ তিতে। তবে ২৮ সদস্যের কলম্বিয়া দলে সাসপেন্ড না থাকলেও ইনজুরিতে আছেন দলটির ফরওর্য়াড রাদেমাল ফ্যালকাও।