খালেদা জিয়ার স্লো পয়জনিং হলে দায়ী বিএনপিঃ কাদের

আজ বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার স্লো পয়জনিং যদি হয়ে থাকে তাহলে সেটা বিএনপি করেছে। সরকার বা আওয়ামী লীগ কেন করতে যাবে? হুকুমের আসামি হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবেন।

আজ শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মন্ডলীর সভার শুরুতে দেওয়া বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার আশেপাশে বিএনপির লোকজন ঘোরাঘুরি করে, তারাই পাহারা দেয়৷ সেখানে তো লীগের কেউ যায় না।