গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার, আজ থেকেই বাস চলাচল শুরু

আজ বিকেলে গণপরিবহনের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, আজকে থেকেই বাস চলাচল শুরু হবে। আমি আপনাদের মাধ্যমে সারা দেশের সব বাস মালিক শ্রমিকদের বাস চালানোর অনুরোধ জানাচ্ছি।

সূত্র জানিয়েছে, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাসে ১.৪২ এর বদল নতুন ভাড়া ১.৮০ টাকা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ক্ষেত্রে ১.৭০ টাকার জায়গায় ২.১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বনিন্ম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা হবে।