গ্রুপ পর্ব থেকে ভারতের বিদায়, ট্রল-সমালোচনায় উত্তাল টুইটার

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যদি আফগানিস্তান জয় পেত তাহলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল ভারতের। কোহলিরা ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সেমিতে যেত।

কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান হেরে যাওয়ায় ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।

নতুন খবর হচ্ছে, বিরাট কোহলির ভারত এবার সেমিফাইনালেও উঠতে পারেনি। ভারতের এই নিয়তি মেনে নিতে পারছেন না ভারতের সমর্থকরা।

তবে ঠিক উল্টো চিত্র ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সমর্থকদের মধ্যে। টুইটারে সবাই ভারতের বিদায়ে রসিকতা করছেন। নিষ্ঠুর সব ট্রল দেখা যাচ্ছে টুইটার খুললেই।

পাকিস্তান সফরে যাওয়া নিউজিল্যান্ড দলকে হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে জানা যায়, সেই হুমকি দেওয়া হয়েছে ভারত থেকে। অনেকে রসিকতা করে বলছেন, সেমিফাইনালের আগে ভারত থেকে আবারও নিউজিল্যান্ড দলের কাছে হুমকি পাঠানো হতে পারে।

আফগানিস্তান ভারতের বিপক্ষে ইচ্ছা করেই বাজে খেলেছিল, এমন দাবি করেছেন অনেকে। তারা তাদের দাবির পক্ষে ঠায় রয়েছেন, একইসাথে খোঁচা দিতে ভুলেননি আফগানিস্তানকে।