ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

পাকিস্তান- বাংলাদেশের খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে শনিবার (২০ নভেম্বর)। প্রথম ম্যাচ হারার ঠিক পরের দিনই সিরিজ হার ঠেকাতে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ নিজেদের সর্বশেষ ৬ ম্যাচে হেরেছে। এই ম্যাচ তাই মাহমুদউল্লাহ রিয়াদের দলের জন্য ব্যর্থতার বৃত্ত ভাঙার মিশন। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা পাকিস্তান এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া থাকবে।

শুক্রবার (১৯ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। মিরপুরের ধীরগতির পিচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টাইগাররা জড়ো করে ১২৭ রান। জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়লেও ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে পাকিস্তান জয় নিশ্চিত করে।

প্রথম ম্যাচে হারলেও লড়াকু পারফরম্যান্স প্রদর্শন করা বাংলাদেশের একাদশে এই ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। জয়ের ধারা ধরে রাখতে পাকিস্তানও মাঠে নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।