জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে নাফিস ইকবালকে নিয়োগ দিল বিসিবি

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে নাফিস ইকবাল অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার সাব্বির খানের পদত্যাগের পর পাকিস্তান সিরিজের তার জায়গায় নাসিফ ইকবালকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)|

আজ ১৪ নভেম্বর রবিবার বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলনে মাঠে এসেছেন নাফিস| দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন মাহমুদউল্লাহরা|

অনুশীলন শুরুর আগে নাফিস ইকবালকে সবাই স্বাগতম জানায়| এই সময় দলের কোচরাও নাফিসের সাথে কথা বলেন|

এদিকে রায়ান কুকের সাথে নতুন চুক্তি নবায়ণ করেনি বিসিবি| ফলে পাকিস্তান সিরিজে ফিল্ডিং কোচ হিসাবে দেখা যাবে মিজানুর রহমান বাবুলকে|

আজ অনুশীলন বাতিল করেছে পাকিস্তান দল| আগামীকাল থেকে তারা অনুশীলন শুরু করবে| তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৯ নভেম্বর|