জামাল ভূঁইয়ার সেই মন্তব্যের জবাব দিলেন মিস বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সম্প্রতি দেশের খেলাধুলাভিত্তিক একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন জামাল। যেখানে তিনি নিজের বিজ্ঞাপনের শুটিংয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। তবে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শুটিং চলাকালে মজার একটি গল্পও শুনিয়েছেন তিনি। কি সেই গল্প?

এর আগে গত বছর জুতার ব্র্যান্ড এপেক্সের শুটিং করতে গিয়ে ২০১৯ ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়া শিরিন আক্তার শিলাকে মেকআপ আর্টিস্ট ভেবেছিলেন জামাল ভূঁইয়া। এ ঘটনার কথা শেয়ার করতে গিয়ে জামাল বলেন, আমি যখন মেকআপ রুমে প্রবেশ করি তখন একটা মেয়ে আসে। আমি ভেবেছিলাম তিনি মেকআপ আর্টিস্ট। তাই জিজ্ঞেস করি আপনি কি আমাকে মেকআপ দেবেন? মেয়েটা বলে মানে কী?

তখন আমি বলি, আপনি কি মেকআপ আর্টিস্ট না? মেয়েটা বলে, না। তখন বলে, আপনি জানেন আমি কে? তখন সে বলে, আমি মিস বাংলাদেশ। জামাল ভূঁইয়া আরও বলেন, আসলে এটা বিব্রতকর মুহূর্ত ছিল। তখন আমি তাকে দুঃখিত বলি। এরপর ব্যাপারটা নিয়ে আমি খুব হেসেছিলাম।

অবশেষে তার সেই ভিডিওর জবাব দিয়েছেন শিরিন আক্তার শিলা। জামাল ভূঁইয়াকে উৎসর্গ করে ভিডিওতে তিনি বলেন, তাকে অনেক সাইবার বুলিংয়ের মুখে পড়তে হচ্ছে। ভিডিওতে শিরিন বলেন, ”আপনি তেমন কিছুই বলেননি। তবে আপনার জন্য আমাকে অনেক কিছুই মুখোমুখি করতে হচ্ছে। আমি গ্রাম থেকে উঠে আসা একটি মেয়ে। সুতরাং আমার ড্রেসআপ দেখে আপনার আমাকে মেকআপ আর্টিস্ট মনে হতেই পারে। কিন্তু আপনার সাথে আমার কোনো প্রকার কথাই হয়নি। কারণ আমি আপনাকে চিনতাম না। তবে কীভাবে আপনি এটা বলতে পারলেন। কীভাবে নিজের মাথায় এমন জিনিস তৈরি করে ইন্টারভিউতে এটা বলে দিলেন।”

এ সময় শিরিন আরও বলেন, ”আপনি বলার আগে এটাও চিন্তা করলেন না যাকে নিয়ে এটা বললেন তার কী হবে। আপনি যখন দেখলেন যে মেয়েটার কথা বলছে তাকে নিয়ে সবাই ঠাট্টা করছে। তবে তাতেও আপনি রিয়েক্ট করলেন না। আমি ভেবেছিলাম আপনি শিক্ষিত। আর সেইখানে আমি ছাড়াও আরও অনেকেই ছিল, এমনকি মেকআপ আর্টিস্ট ও ছিল। তবে কীভাবে আপনি নিজের মতো বানিয়ে এ কথাগুলো বলে দিলেন। আপনি যে পজিশনটা অর্জন করেন তার সাথে এমন কথা যায় না। আর আমার যদি কাউকে আমার পরিচয় দিতে হয় তাহলে আমি জানি আমাকে কীভাবে সবার সামনে পরিচয় দিতে হয়। আমি কাউকে এটা বলি না আপনি আমাকে চেনেন? আমি ২০১৯ মিস বাংলাদেশ। আমার মাঝে কোনো অহংকার নেই।”