টানা পাঁচ জয়ে টি-১০ লীগের শীর্ষে উঠল বাংলা টাইগার্স

‘ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান’স গেইম’ বলে একটি কথা আছে। কিন্তু কোথাও লেখা দেখিনি বা শুনিনি যে ‘ক্রিকেট ইজ এ ফানি গেইম’। তবে অনেকেই মনে করে ক্রিকেট একটি মজার খেলা। আসলে মনে করাটাই স্বাভাবিক, কেননা ডব্লিউ জি গ্রেসের মতে এই আধুনিক ক্রিকেটটা আসলেই কয়েক’শ কোটি মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে।

নতুন খবর হচ্ছে, আবু ধাবি টি-টেন লিগের এবারের আসরে প্রত্যাবর্তনের নতুন গল্প লিখেছে বাংলা টাইগার্স। প্রথম দুই ম্যাচ হারার পরে টানা ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বাংলাদেশি মালিকানাধীন দলটি।

টুর্নামেন্টে নিজেদের ৭ম ম্যাচে চেন্নাই ব্রেভসের মুখোমুখি হয় বাংলা টাইগার্স। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে চেন্নাই ব্রেভসকে ব্যাটিংয়ে পাঠান বাংলা টাইগার্স অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
বাংলা টাইগার্সের একাদশে এদিন আসে একাধিক পরিবর্তন। মোহাম্মদ আমির ও আগের ম্যাচের ম্যাচসেরা জেমস ফকনারকে বিশ্রাম দেওয়া হয়।

দলে জায়গা পাওয়া কায়েস আহমেদ ও লুক ফ্লেচার দুজনেই উইকেটের দেখা পান। ২ ওভারে ১৭ রান হজম করে ২ উইকেট নেন লুক ফ্লেচার, ১ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন কায়েস আহমেদ।

১০ ওভারে মাত্র ৮৯ রান করতে পারে চেন্নাই ব্রেভস। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান (১৭ বলে) আসে মোহাম্মদ শেহজাদের ব্যাটে। এছাড়া তিনে নামা মার্ক দেয়াল করেন ২৮ রান।

৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে তান্ডব চালান আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই। ১৬ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। কম যাননি অপর ওপেনার জনসন চার্লসও। ১৫ বলে ৬ চারে ৩০ রান আসে তার ব্যাট থেকে। তিনে নেমে ৪ বলে ৭ রান করে অপরাজিত থাকেন তিনে নামা উইল জ্যাকস।

২৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলা টাইগার্স। ম্যাচসেরা হন হযরতউল্লাহ জাজাই।