টি-টোয়েন্টিতে ব্যর্থতার পর টেস্টের অনুশীলনে যোগ দিলেন সাইফ

বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র সাইফ। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, সাইফ হাসান এতদিন ছিলেন শুধু টেস্টের ভাবনায়। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চমক সৃষ্টি করে দলে অন্তর্ভুক্ত করা হয় তাকে। হয় অভিষেকও। তবে তরুণ এই ওপেনার দুই ম্যাচে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি।

টি-টোয়েন্টি সিরিজ শেষ করার আগেই তিনি তাই যোগ দিয়েছেন টেস্টের অনুশীলনে। ২২ নভেম্বর মিরপুরে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি, যে সিরিজে ইতোমধ্যে হেরে বসেছে টাইগাররা। এই ম্যাচের ভাবনায় নেই সাইফ, তাই তাকে পাঠানো হয়েছে টেস্ট দলের অনুশীলনে।

টি-টোয়েন্টি দলে নেই কিন্তু টেস্টের ভাবনায় আছেন এমন মোট ১৪ জন ক্রিকেটার চট্টগ্রামে অনুশীলন করছেন। তাদের মধ্যে আছেন সাইফ; পাশাপাশি অধিনায়ক মুমিনুল ইসলাম ছাড়াও সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।

টি-টোয়েন্টি সিরিজে সাইফ ওপেনার হিসেবে দুই ম্যাচেই ছিলেন নড়বড়ে। শেষ ম্যাচে তার বদলে একাদশে সুযোগ মিলতে পারে পারভেজ হোসেন ইমনের, যাকে অনেক আলোচনার জন্ম দিয়ে শেষ ম্যাচের আগে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।