ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেম কলেজের একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের সর্বোচ্চ বিচার দাবিতে নগর ভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। এ সময় মেয়র তাপসের সাক্ষাৎ ছাড়া নগর ভবন ত্যাগ না করার ঘোষণা দেয় নটরডেম শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে দাবি-দাওয়া জানানো শেষে একটি র্যালি নিয়ে নগর ভবনের দিকে যায় তারা এবং নগর ভবন ঘেরাও করে। এ সময় তারা নগর ভবনের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
এর আগে ১০ দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময় দেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ফের সড়কে নামার ঘোষণা দিয়েছেন তারা।
গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা তাদের ১০টি দাবি ঘোষণা করেন। তাদের দাবিগুলো হচ্ছে-
০১. যথাযথ তদন্ত করে নাঈমের ‘হত্যাকারীদের’ সর্বোচ্চ শাস্তি প্রদান।
০২. জেলাশহরের বিভিন্ন রুটে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু।
০৩. স্কুল-কলেজের সামনে হর্ন ও ওভারস্পিডিং-এর জন্য স্টুডেন্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনের কাছে জরিমানা অধিকার হস্তান্তর করা।
০৪. সকল ছাত্রদের জন্য হাফ পাশ নিশ্চিতকরণ।
০৫. প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একাধিক স্পিড ব্রেকার নির্মাণ।
০৬. শহরের প্রত্যকটি অচল ট্রাফিক লাইটের সংস্কার এবং সঠিক ব্যবহার করা।
০৭. ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ।
০৮. জেব্রা ক্রসিংয়ের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিতকরণ।
০৯. চলন্ত বাসে যাত্রী উঠানামা করালে প্রত্যেক বাসকে আইনের আওতায় আনা।
১০. সর্বোপরি নিরাপদ সড়ক আইনের যথাযথ বাস্তবায়ন।