নাসুম নৈপুণ্যে ০ রানে ৪ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড ঢাকার

বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র নাসুম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিনে কোনো রান যোগ করার আগেই চারটি উইকেট হারিয়ে বসে ঢাকা বিভাগ। আর এতেই লজ্জার এক রেকর্ডে নাম উঠেছে দলটির।

প্রথম শ্রেণির ক্রিকেট খেলা হচ্ছে প্রায় দুই শতাব্দী ধরে। টেস্ট ক্রিকেট চলছে প্রায় ১৪৪ ধরে। এই দীর্ঘ ইতিহাসে মাত্র ১২ বার কোনো দল রান যোগ করার আগেই হারিয়েছে প্রথম চারটি উইকেট। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রথমবারের মতো ঘটল বাংলাদেশ ক্রিকেটে। এই লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে ঢাকা বিভাগ।

সিলেট বিভাগের বিপক্ষে টস হেরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামে ঢাকা বিভাগ। সদ্য সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরা নাসুম আহমেদ একাই ধ্বসিয়ে দেন ঢাকাকে। প্রথম চার উইকেটের তিনটিই নাসুম শিকার করেন। অপর একটি উইকেট নেন এবাদত হোসেন।

ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই রনি তালুকদারকে শিকার করেন নাসুম। ওই ওভারের তৃতীয় বলে বোল্ড করেন জয়রাজ শেখকে এবং শেষ বলে রকিবুল হাসানকেও শিকার করেন এই বাঁহাতি স্পিনার। পরের ওভারের প্রথম বলেই আব্দুল মজিদকে সাজঘরের পথ দেখান এবাদত। ফলে স্কোর কার্ডে ০ রেখেই সাজঘরে ফেরেন ঢাকার চার ব্যাটার।