পাকিস্তানকে হারানো অসম্ভবঃ রমিজ রাজা

সামনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচে অস্ট্রেলিয়ানদের কীভাবে সামলাতে হবে তা নিয়ে বাবর আজমদের পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম-উল হক।

নতুন খবর হচ্ছে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত রয়েছে পাকিস্তান। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সুপার টুয়েলভে নিজেদের পাঁচ ম্যাচের পাঁচটিতেই দাপুটে জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাবর আজমের দল।

এই মূহুর্তে পাকিস্তানের এই দলকে হারানো অসম্ভব বলে মনে করছেন দেশটির ক্রিকেট বোর্ড প্রধান রমিজ রাজা। তাই তো বাবর আজমের নেতৃত্বাধীন দলের ভূয়সী প্রশংসা করে এমন ভয়ডরহীন ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামার আগে খেলোয়াড়দের উদ্দেশ্যে এক বিশেষ ভিডিও বার্তায় পিসিবি সভাপতি বলেন, “এখন পর্যন্ত দলের পারফরম্যান্স দুর্দান্ত। জাতীয় ক্রিকেট দল তাদের পারফরম্যান্স দিয়ে ‘অধারাবাহিক’ বদনামটি মুছে দিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “ফলাফলের কথা না ভেবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলো। একজন ক্রিকেটার হিসেবে আমি বলছি, এই দলকে (পাকিস্তান) হারানো অসম্ভব। বিরোধী দলের কথা চিন্তা না করে, যে ব্র্যান্ডের ক্রিকেট তোমরা খেলছো, সেই একই ব্র্যান্ডের ক্রিকেট খেলে যাও।”