পাকিস্তান- অস্ট্রেলিয়ার খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।
নতুন খবর হচ্ছে, বিশ্বকাপের শুরুতে ফেবারিটের তালিকায় না থাকলে অস্ট্রেলিয়া ও পাকিস্তান গুরুত্বপূর্ণ সময়ে এসে ফর্ম ফিরে পেয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার রাত আটটায় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে পাকিস্তান এখনো হারেনি। অপরপক্ষে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলে টানা দুটি দাপুটে জয়ে সেমিফাইনালে এসেছে। সেমিফাইনালেও সে ফর্ম ধরে রাখতে চায় অসিরা। সাহসী ক্রিকেট খেলে পাকিস্তানকে হারাতে চান গ্লেন ম্যাক্সওয়েল।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে গ্লেন ম্যাক্সওয়েল জানালেন তাদের ব্যাটিংয়ের গভীরতা নিয়ে। তিনি বলেন, আমাদের টপ অর্ডার অনেক শক্তিশালী। এই টপ অর্ডারকে সাহায্য করার জন্য আমাদের (মিডল অর্ডার ব্যাটসম্যান) স্বাধীনভাবে ব্যাটিং করতে হবে। আবার আমাদের দলে একজন অতিরিক্ত ব্যাটসম্যানও আছে। ফলে আমার মনে হয়, আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট ভালো।
টপ অর্ডার কতটা ভালো করছে সে প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, সুপার টুয়েলভে আমাদের পাঁচ, ছয় ও সাত নম্বর ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারেনি বললেই চলে। এ থেকেই বোঝা যায়, আমাদের টপ অর্ডার কতটা ভালো খেলছে।
বিশ্বকাপে অনেক দলই শুরুতে তেমন আগ্রাসী ব্যাটিং না করে উইকেট হাতে রেখে ইনিংসের শেষে রানের গতি বাড়াতে চেয়েছে। ম্যাক্সওয়েলরা এভাবে ব্যাট করতে চান না। তিনি বলেন, অনেক দলকেই দেখেছি, শুরুতে উইকেট ধরে রেখে শেষের দিকে রান তুলতে চায়। কিন্তু আমরা ইনিংসের পাওয়ারপ্লের সর্বোচ্চ ব্যবহার করে খেলার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে চাই।