পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ

এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ৬ টি পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তাই আজ বাংলাদেশের একাদশে দেখা যাবে একাধিক পরিবর্তন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন নিয়মিত দুই ওপেনার ব্যাটসম্যান লিটন দাস এবং সৌম্য সরকার। সেই সাথে বিশ্রামে দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিন।

তাইতো আজকের একাদশে দেখা যাবে এক ঝাঁক তরুণ ক্রিকেটার। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের সাথে থাকা ইয়াসির আলী রাব্বি অবশেষে আজ অভিষেক হতে যাচ্ছে। এছাড়াও অভিষেক হতে পারে সাইফ হাসানের। একাদশে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।