পাকিস্তানের হারে ভারতীয়দের উচ্ছ্বাস

গতকাল দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানকে বিদায় করে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অজিরা। গতকাল বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১৭৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করে ৫ উইকেট ও এক ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের শুরু থেকে অজিদের চাপে রাখার চেষ্টা করেছে পাকিস্তান, তবে শেষপর্যন্ত মার্কাস স্টইনিস ও ম্যাথু ওয়েডের দুরন্ত ব্যাটিয়ের ওপর ভরসা রেখে ফের ফাইনালে গেল অস্ট্রেলিয়া। ফাইনালে তাদের লড়াই চিরপ্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের সঙ্গে।

তবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ভারতীয় ফ্যানেরা খুশি কারণ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে। বিশেষত শাহিন আফ্রিদি যেভাবে শেষে মার খেয়েছে তাতে বেশি প্রীত হয়েছেন অনেকে- কারণ তিনিই ছিলেন ভারত বধের মূল নায়ক।

গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ‘১৪১ কোটির সমর্থন ছিল অজিদের-পাকিস্তানের হারে টুইটারে উচ্ছ্বাস ভারতীয়দের’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে ভারতীয় করা টুইট তুলে ধরা হয়েছে। যার বেশির ভাগেই পাকিস্তানের বিদায়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০১০ সালে শেষবার ফাইনালে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেবারও পাকিস্তানকে হারিয়ে তারা ফাইনালে যায়। সেবার মাইকেল হাসি অসাধারণ ইনিংস খেলে সৈয়দ আজমলকে পিটিয়ে দলকে ফাইনালে নিয়ে যান। ফাইনালে অবশ্য শেষরক্ষা হয়নি। সেবার জেতে ইংল্যান্ড।