পাকিস্তান সহজেই বাংলাদেশকে হারাতে পারবে নাঃ হৃদয়

বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হৃদয়। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে পাকিস্তান, তারাই একমাত্র দল যারা সুপার টুয়েলভে অপরাজিত ছিল। নিজেদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তারা এবার চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। বিশ্বকাপের পরপরই বাংলাদেশে আসছে পাকিস্তান। খেলবে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট। পাকিস্তান যতই ফর্মে থাকুক বাংলাদেশে এসে বাংলাদেশকে হারাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে তৌহিদ হৃদয় মনে করছেন।

যুব বিশ্বকাজয়ী এ ক্রিকেটারকে পাকিস্তান সিরিজের জন্য বিবেচনা করছে বিসিবি। বিশ্বকাপে ব্যর্থতার পর দল ঢেলে সাজানোর যে পরিকল্পনা তার অংশ হিসেবে তৌহিদ নিয়মিত অনুশীলন করছেন মিরপুরে। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পাকিস্তান সিরিজ নিয়ে বলেছেন, ‘পাকিস্তান সিরিজ অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ঘরের মাঠে আমরা ভালো দল। এত সহজে আমাদের হারাতে পারবে না। তারপরও আমাদের কঠিন সময় যাচ্ছে। আমরা যদি সেরাটা দিয়ে খেলতে পারি ভালোভাবে ঘুরে দাঁড়াব।’

জাতীয় লিগে ব্যস্ত ছিলেন ডানহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপের ভরাডুবির পরপরই তরুণদের নিয়ে চিন্তা করে বিসিবি। তৌহিদ প্রত্যাশিতভাবেই ছিলেন এগিয়ে। হুট করে পাওয়া সুযোগটিকে বড় করে দেখছেন তিনি, ‘আমি ব্যক্তিগতভাবে এটাকে আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ হিসেবে উপলব্ধি করছি। যে সুযোগ পেয়েছি তা কাজে লাগানোর চেষ্টা করব।’

২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল তৌহিদরা। বিশ্বমঞ্চে কিভাবে সেরা হতে হয় তা বেশ ভালোমতো জানেন, সেই অভিজ্ঞতাও হয়েছে তাদের। সেই অভিজ্ঞতা, নিবেদন বড়দের বিশ্বকাপেও দেখাতে চান। সুযোগ পেলে মূল বিশ্বকাপও জিততে চান লাল সবুজের জার্সিতে, ‘যতদিন ক্রিকেট খেলব ততদিনই এটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) আমাদের আত্মবিশ্বাস দিবে। কিভাবে বিশ্বকাপ জিততে হয় সেই কাজ আমরা করেছি। আমরা সুযোগ পেলে মূল বিশ্বকাপ জিতব।’