ফাইনালে ওঠার লড়াইয়ে যেই আসুক, ভয় পায় না পাকিস্তানঃ হাফিজ

পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে হাফিজ অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, গ্রুপ-২ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ভারতকে ১০ উইকেটে হারিয়ে শুরুর পর একই ছন্দে নিউ জিল্যান্ড, আফগানিস্তান ও নামিবিয়াকে হারিয়েছে। রোববার তারা সুপার টুয়েলভের শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের সঙ্গে। এই ম্যাচেও একই তাড়না নিয়ে দল খেলবে বললেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

সেমিফাইনালে পাকিস্তান খেলবে গ্রুপ-১ এর রানার্স আপ অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হাফিজ বললেন, ফাইনালে ওঠার লড়াইয়ে যেই আসুক না কেন পাকিস্তান ভয় পায় না।

স্কটল্যান্ড ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী অলরাউন্ডার বললেন, ‘সত্যি বলতে, ক্রিকেট ম্যাচ যখন সামনে আসে, আমরা কার বিপক্ষে খেলতে যাচ্ছি সেটা ভাবি না।’

হাফিজ আরো বললেন, ‘সামনে যেই আসুক না কেন আমরা প্রস্তুত, আমাদের আত্মবিশ্বাস উঁচুতে, আমরা ভালোভাবে পারফর্ম করছি।’