বাংলাদেশের কাছে সিরিজ হারা দুই দলই এখন বিশ্বকাপ ফাইনালে

গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট এর দুর্দান্ত জয় নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। আর আজ শ্বাসরুদ্ধকর ম্যাচে পুরো টুর্ণামেন্টে অপ্রতিরোধ্য পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে আরেক ওশেনিয়ার দল অস্ট্রেলিয়া।

তবে সবচেয়ে মজার ব্যাপার হলো নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তাদের শেষ দুটি টি-টোয়েন্টি সিরিজই বাংলাদেশের বিপক্ষে হেরেছিল। তাও আবার বেশ বড় ব্যবধানে তবে ম্যাচগুলো হয়েছিলো বাংলাদেশের মিরপুরের মাঠে। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে ও নিউজিল্যান্ড ৩-২ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ।

তবে নিউজিল্যান্ডের ওই দলের কোন প্লেয়ারের বিশ্বকাপ স্কোয়াডে নেই। আর অস্ট্রেলিয়া দলের দুই একজন থাকলেও বেশিরভাগ খেলোয়াড়ই অনুপস্থিত বিশ্বকাপ স্কোয়াডে।

এবার বলি বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্সের কথা। বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচেই স্কটল্যান্ড এর বিপক্ষে হেরে বড় ধাক্কা খায় বাংলাদেশ। পরের দুই ম্যাচ কোনমতে জিতে সুপার টুয়েলভে গেলেও সুপার টুয়েলভে কোন জয়ের দেখাই পাইনি মাহমুদউল্লাহ’র দল। এমন কি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হাড়ের সাথে সাথে সর্বনিম্ন রানে অল আউটের লজ্জাও করে।