বাংলাদেশের ক্রিকেটারদের দেখে মনেই হয়নি ওরা বিশ্বকাপে খেলতে চেয়েছে: ডেল স্টেইন

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যে এবার বাংলাদেশে সবচেয়ে বাজে ক্রিকেট খেলেছে এটা আর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না। যার কারণে এখন শুরু হয়েছে নানা সমালোচনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে ফেভারিটদের কাতারে না রাখলেও বাংলাদেশকে অনেক শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরে নেয়া হচ্ছিল।

এবার ধারণা করা হচ্ছিল এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় দলগুলোর চিন্তার কারন হবে বাংলাদেশ। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। যেটা হতাশ করেছে দক্ষিণ আফ্রিকা কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইনকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার মাঠ থেকে ধারাভাষ্য দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইন।

এদিকে বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচেও ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে তাকে। কিন্তু গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেন ডেল স্টেইন, ‘কেউ কোনো প্রশ্ন করতে চান। হাতে সময় আছে। চলুন শুরু করা যাক।’ ডেল স্টেইনের এমন পোস্টের সেখানে অনেক প্রশ্ন করেছে তাকে।

এর মধ্যে ভারতের এক ক্রিকেটপ্রেমী ডেল স্টেইনের কাছে জানতে চান, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল এবং খেলোয়াড়দের পারফরম্যান্স সবচেয়ে বেশি হতাশ করেছে তাকে? সেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের নাম। দলের এমন ব্যর্থতার কারণে ক্রিকেটারদেরকে দায়ী করেছেন তিনি।

এ সময় ওই প্রশ্নের জবাবে ডেল স্টেইন লেখেন, “বাংলাদেশ। মাঠে যেমন পারফরম্যান্স করেছে, ওরা এর চেয়ে ভালো দল। ম্যানেজমেন্টের দোষ নেই, খেলোয়াড়দের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। হয় আপনি খেলতে চাইবেন কিংবা চাইবেন না, ওদের দেখে মনে হয়নি খেলতে চেয়েছে।”