টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে বারবার আসছে বাংলাদেশ প্রসঙ্গ। ফাইনালে ওঠা দুটি দলই দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশের মাটিতে মাস দুয়েক আগে সিরিজ হেরে গেছে। মিরপুরের অভিজ্ঞতা টাইগাররা কাজে লাগাতে না পারলেও অজি আর কিউইরা কাজে লাগাতে পেরেছে। ফাইনালে রণকৌশল নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির উদাহরণ টানেন।
এদিকে গ্রুপ-১ এর ওই ম্যাচটিতে বাংলাদেশকে মাত্র ৭৩ রানে গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। সেই রান চেজ করতে তাদের লেগেছে মাত্র ৬.২ ওভার। ৮ উইকেটের জয়ে রান রেট অনেকটা বাড়িয়ে গ্রুপ রানার্সআপ হয়ে তারা জায়গা করে নেয় সেমিফাইনালে।
চার ম্যাচে অস্ট্রেলিয়ার সমান ৮ পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। রান রেট বাড়িয়ে নিতে সেদিন যেভাবে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া, ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও তারা সেভাবেই খেলতে চায়।
আজ ফাইনালের আগে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে ল্যাঙ্গার বলেন, ‘আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের বিপক্ষে দল যেভাবে খেলেছে সেটাকেই ভয়ডরহীন ক্রিকেট বলা হয়। আর আমরা যদি এই টুর্নামেন্ট জিততে চাই, তাহলে বাংলাদেশের বিপক্ষে যেভাবে খেলেছি সেভাবেই খেলতে হবে আমাদের। তাই আগে বা পরে ব্যাটিং যেটাই করি, ভয়ডরহীন বা আক্রমণাত্মক ব্যাটিংটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের মধ্যে এই আত্মবিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ যে আগে ব্যাট করি বা বোলিং, যে কোনো পরিস্থিতি থেকে আমরা জিততে পারি। দলের সবাই শান্ত আছে। তারা খুব ভালোভাবে প্রস্তুত। তাদের মধ্যে সত্যিকারের আত্মবিশ্বাস আছে।’