পাকিস্তান- বাংলাদেশের খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।
নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সফলতার সাথে কাজ করেছেন ম্যাথু হেইডেন। তার প্রমাণ সেমিফাইনাল পর্যন্ত ব্যাটসম্যানদের আধিপত্য। বিশেষ করে বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট কথা বলেছে দারুণভাবে। এছাড়া আসিফ আলী ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন, শোয়েব মালিক তো দ্রুততম ফিফটি করে ফেলেন।
শেষ পর্যন্ত সেমিফাইনালে পাঁচ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় পাকিস্তানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন তিনি। তবে বর্তমানের টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
কিন্তু পাকিস্তান দল ছেড়ে গেলেও বর্তমানে পাকিস্তান ক্রিকেটের খোঁজ খবর রাখছেন তিনি। বাংলাদেশের অবস্থানরত বাবর আজমদের শুভকামনা জানালেন তিনি। ইনস্টাগ্রামে হেইডেন নিজের একটি উচ্ছ্বসিত ছবি পোস্ট করে উর্দুতে লিখেছেন,
“আসসালামু আলাইকুম পাকিস্তান। এই মুহূর্তে আমি ব্রিসবেনে এবং এখানে আমার আইসোলেশন শেষ করছি। কিন্তু ঢাকায় পাকিস্তান ক্রিকেট দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে আমার হৃদয়ও স্পন্দিত হচ্ছে। পাকিস্তান ক্রিকেট দলকে অনেক শুভকামনা। চ্যাম্পস, তোমরা পারবে। পাকিস্তান দীর্ঘজীবী হোক।”