বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল লিজা

“মৃত্যু” এক নির্মম, কঠিন বাস্তবতার নাম। মৃত্যু এমন এক মেহমান, যে দরজায় এসে দাড়িয়ে গেলে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নেই! মৃত্যু যেকোন বয়সের, যেকোন মানুষের সামনে, যেকোন সময়ে উপস্থিত হতে পারে!

নতুন খবর হচ্ছে, মৌলভীবাজারের কমলগঞ্জে রাজিয়া ইসলাম নিছা নামের এক শিক্ষার্থী বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। রবিবার (২১ নভেম্বর) ভোরে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স হাসপাতালে মারা যান। পরে লাশ সকালে বাড়িতে নিয়ে আসা হয়।

রাজিয়া ইসলাম লিজা উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্রী। তার বাবা মিজানুর রহমান বাবু (৪৫) উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মুহিতের ছেলে।

স্বজনেরা জানান, আজ নিছার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন। এরই মধ্যে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে সিলেট উইমেন্স হাসপাতালে মারা যান। মৃত্যুর পর বাবাহারা নিছা ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকরা তাকে মনোবল দিয়ে পরীক্ষার হলে পাঠায়। সে আজ সকালে উপজেলার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণ করে।

পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ বলেন, ‘পরীক্ষার্থী লিজার বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে সকালে তার বাড়িতে যাই। সেখানে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসি।’