নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পরাজয়ের শক্ত ভিত্তিই তৈরী করে দেবে কাঙ্খিত বিজয় অর্জনের প্রেরণা। অনেক প্রার্থী বলে থাকেন ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে। তবে বাস্তবতা ভিন্ন।
নতুন খবর হচ্ছে, আসন্ন তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা।
তিনি ঐ ওয়ার্ডে পর পর দুইবার বিপুল ভোটে নির্বাচিত এবং সর্বশেষ এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হলেন।
জয়ের পরে তিনি জানান, মানুষের জন্য কাজ করলে আর মানুষের পাশে থাকলে অবশ্যই তার প্রতিদান পাওয়া যায়। আমাকে পর পর দুইবার বিপুল ভোটে নির্বাচিত করার জন্য এবং এবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য আমার এলাকার জনগণকে ধন্যবাদ জানাই। আগামী নির্বাচনে জনগণ চাইলে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো।
বিএনপি নেতা আব্দুল কুদ্দুস রেজার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।