পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে বাবর অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সমর্থকদের হৃদয় জয় করেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ফাইনালে যেতে না পারলেও সমর্থকদের ভালোবাসা-সহমর্মিতায় সিক্ত হয়েছে পাকিস্তান দল। এবার পাকিস্তানের অধিনায়ক বাবর এবং তার দল এক হৃদয়স্পর্শী চিঠি পেয়েছে ৮ বছর বয়সী এক সমর্থকের কাছ থেকে।
ওই শিশুর নাম মোহাম্মদ হারুন সুরিয়া। বাবরকে পাঠানো এক চিঠিতে সে পাকিস্তান দলের প্রশংসার পাশাপাশি অঙ্গীকার করেছে দেশকে শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়ার। এছাড়া সুরিয়া বাবরকে আরও অনুরোধ করে, পুরো পাকিস্তান স্কোয়াডের অটোগ্রাফ শেয়ার করার।
তাতে লেখা, ‘প্রিয় পাকিস্তান দল, আমি গর্বিত। তোমাকে ভালবাসি বাবর আজম। সবাই খুব ভাল খেলেছ। ভাল ব্যাটিং, ভাল বোলিং। কাল আমার মনে হয়েছিল পাকিস্তান জিতবে, মাঝে আমি খুব চাপে ছিলাম। শেষের দিকে ভয় পেয়ে গিয়েছিলাম। এক দিন আমি অধিনায়ক হব, সেই দিন তোমাদের আমার দলে নেব, আমরা ফাইনাল খেলব এবং জিতব।’
এই চিঠির উত্তর দিতে দেরি করেননি বাবর। তার ছোট সমর্থককে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘প্রিয় মহম্মদ হারুন সুরিয়া, সালাম, আমাদের প্রতি সদয় হয়ে চিঠি লেখার জন্য ধন্যবাদ চ্যাম্পিয়ন। আমি জানি তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকবে, প্রচুর পরিশ্রম করবে এবং জীবনে যা চাও সেটা করতে পারবে। তুমি নিশ্চয়ই আমার সই পাবে তবে আমি উদগ্রীব তোমার সই নেওয়ার জন্য, আমাদের ভবিষ্যতের অধিনায়ক।’