বিসিবির হিসেবে পাকিস্তানের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে রাত ১০টায়

বাংলাদেশ- পাকিস্তান খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, শুক্রবার শুরু বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা।

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। স্টেডিয়াম সংলগ্ন বিটেক মোড়ের বুথে সকাল ৯টা থেকে শুরু হয় টিকিট বিক্রি।

প্রতিপক্ষ একদিকে পাকিস্তান, অপরদিকে সিরিজটি দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে রয়েছে জয়ের ধারায় ফেরার লক্ষ্য।

নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটু গুরুত্বপূর্ণ সিরিজ। সকাল ১০টায় শুরু হচ্ছে দুই দলের প্রথম দিনের প্রথম সেশন।

তবে বিসিবির উদাসীনতায় দেখা গেল অদ্ভুত এক ভুল। আন্তর্জাতিক এ সিরিজের ম্যাচ টিকিটে রয়েছে মারাত্মক এক তথ্য বিভ্রাট।

স্বাভাবিকভাবেই চট্টগ্রামের দর্শকদের আগ্রহ তুঙ্গে ম্যাচটি ঘিরে। টিকিট সংগ্রহ করতে যেয়ে সকাল থেকেই ঢুঁ মারতে থাকেন বুথে।

তাদের জানা ছিল, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সাগরিকায় সকাল ১০ টায় মাঠে নামতে যাচ্ছে। কিন্তু টিকিটে লেখা সময় দেখে চোখ কপালে ওঠার অবস্থা।

টিকিটে উল্লেখ করা সময় অনুযায়ী ম্যাচ রাত ১০ টায় মাঠে গড়াবে! ম্যাচের সময় ১০ এএম এর জায়গায় লেখা ১০ পিএম। ম্যাচ শুরুর সূচির সঙ্গে টিকিটে দেয়া সূচির পার্থক্য পুরো ১২ ঘণ্টা।

টিকিট ছাপানো বিতরণ ও বিক্রি পুরো প্রক্রিয়াটি হয় বোর্ডের অধীনে। তাই টিকিটে কী লেখা থাকবে না থাকবে সেটাও খুটিয়ে দেখার দায়িত্ব বোর্ডের ওপরই বর্তায়।

এখন আপাতত এই ভুল তথ্যের টিকিট নিয়েই ভক্তদের দেখতে হচ্ছে খেলা। তবে আইসিসির আন্তর্জাতিক সিরিজের আগে এমন দৃষ্টিকটু ভুলে ভক্তদের মনে জাগছে বিস্ময় ও বিসিবির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন।

এমন ভুল অবশ্য এবারই প্রথম নয়। এর আগে, ২০১৮ সালের বাংলাদেশে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও এমন ভুল করেছে বিসিবি।

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ ছিল ১৯ জানুয়ারি শুক্রবার। সেদিনের টিকিটে ইংরেজিতে ‘BNANGLADESH’ লেখা হয়েছিল। যদিও ম্যাচের আগে তা পরিবর্তনের সুযোগ করেছিল বোর্ড।