বিয়ে করে ট্রুডোসহ ‘হাইপ্রোফাইল’দের শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন মালালা

প্রতিটি মানুষের জীবনে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জন্ম ও মৃত্যুর পরই মানুষের জীবনে বিয়ে অনেক বড় একটি ঘটনা। যারা নিজ ইচ্ছায় বিয়ে করেন না তাদের ব্যাপার আলাদা।

নতুন খবর হচ্ছে, গতকালই বিয়ে করেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই। মঙ্গলবার নিজের টুইটে এ সংবাদ জানানোর পর থেকেই অভিন্দন বার্তা পাচ্ছেন চারদিক থেকেই। বাংলাদেশের তসলিমা নাসরিন এ বিয়ে নিয়ে বিস্ময় প্রকাশ করলেও মালালা পাশে পাচ্ছেন নামজাদা সব মুখকে।

মালালার বিয়ের টুইটটি রিটুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইট বার্তায় তিনি বলেন, অভিনন্দন, মালালা এবং আসির! সোফি এবং আমি আশা করি আপনি আপনার বিশেষ দিনটি উপভোগ করেছেন।

শুভেচ্ছা জানিয়েছেন টেকজায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকও। তিনি লেখেন, আপনাকে এবং আসিরকে অভিনন্দন! নতুন জীবন শুরু করায় আপনাদের শুভেচ্ছা জানাই।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটনও অভিনন্দনে ভাসিয়েছেন মালালাকে।

তবে মালালার বিয়েতে বিস্ময় প্রকাশ করেছেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। একটি টুইট বার্তায় তিনি বলেন, আমি ভেবেছিলাম অক্সফোর্ডে লেখাপড়ার জন্য গিয়ে একজন ইংরেজ সুদর্শন প্রগতিশীল ব্যক্তিকে বিয়ে করবেন মালালা। আর ৩০ বছর পর বিয়ের কথা ভাববেন। কিন্তু…।