এবার চলতি মাসেই তিনটি চারদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত ‘এ’ দল। এই সফরের জন্য গতকাল মঙ্গলবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে ডাক পেয়েছেন এবারের আইপিএলে গতির ঝড় তোলা কাশ্মিরের পেসার উমরান মালিক।
এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে জায়গা না হলেও পৃথ্বী শ-কে এ-দলের স্কোয়াডে জায়গা করে দিয়েছেন জাতীয় নির্বাচকরা। রাহুল চাহার টি-২০ স্কোয়াড থেকে বাদ পড়লেও তিনিও উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকায়।
আইপিএলে আগুনে গতি দিয়ে নজর কাড়া উমরান মালিক দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এ-দলে সুযোগ পেয়েছেন। এছাড়া দেবদূত পাডিক্কাল, সরফরাজ খান, কৃষ্ণাপ্পা গৌতম, নভদীপ সাইনির মতো তারকাও এ-দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবেন।
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে ৩টি চার দিনের ম্যাচে মাঠে নামবে ভারতীয়-এ দল। তিনটি ম্যাচ শুরু হবে যথাক্রমে ২৩ নভেম্বর, ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ব্লুমফেন্টনে।
ভারতীর ‘এ’ দল: প্রিয়ঙ্ক পাঞ্চাল (ক্যাপ্টেন), পৃথ্বী শ, অভিমন্যু ঈশ্বরন, দেবদূত পাডিক্কাল, সরফরাজ খান, বাবা অপরাজিত, উপেন্দ্র যাদব (উইকেটকিপার), কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, সৌরভ কুমার, নভদীপ সাইনি, উমরান মালিক, ইশান পোড়েল, আর্জান নাগওয়াসওয়ালা।