নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যদি আফগানিস্তান জয় পেত তাহলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল ভারতের। কোহলিরা ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সেমিতে যেত।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। নিজেদের শেষ ম্যাচ শেষে তাই দেশে ফিরে যেতে হবে বিরাট কোহলিদের। এমন পরিস্থিতিতে পাকিস্তানে টুইটার ট্রেন্ডিং হয়েছে ‘মুম্বাই এয়ারপোর্ট’ হ্যাশট্যাগটি।
বিশ্বকাপে প্রতিটি দলই এসেছিল কোনো না কোনো লক্ষ্য নিয়ে। ভারতের লক্ষ্য ছিল শিরোপায়। যদিও কোহলিরা সেমিফাইনালেই যেতে পারেননি। চিরপ্রতিদ্বন্দ্বীর দুঃসময়ের সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানিরা তাই রসিকতা করে বলছেন, ভারতের লক্ষ্য মুম্বাই এয়ারপোর্ট।
সেই থেকে শুরু ট্রলের, যা এখন ট্রেন্ডিং পর্যন্ত হয়ে গেছে। মুম্বাই এয়ারপোর্ট হ্যাশট্যাগে ক্লিক করলে দেখা মিলছে হাজার হাজার টুইটের, যার বেশিরভাগই ভারতকে ব্যাঙ্গ করা করা হয়েছে।
শুধু পাকিস্তানিরাও নন, ভারতের বিদায়ে যারা খুশি হয়েছেন তাদের অনেকেই এই হ্যাশট্যাগটি ব্যবহার করছেন। এছাড়া ভারতীয় অনেক সমর্থককেও মনের দুঃখে এই হ্যাশট্যাগের স্রোতে গা ভাসাতে দেখা গেছে।