এবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় জয়নাল আবেদীন নামে এক প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের তিতুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার মৃত্যু হয়।
জানা যায়, জয়নাল আবেদীন ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করছিলেন। মিরপুর উপজেলার নীমতলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন তিনি।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে জয়নাল আবেদীন ওই ভোট কেন্দ্রে যান। সে সময় তিনি একটু অসুস্থ ছিলেন। তার শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসা করানোর কথা বলা হয়েছিল। রাত সোয়া ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কিছুক্ষণের মধ্যে মারা যান।