মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরল তিন শিক্ষার্থীর প্রাণ

আজ সকালে টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলাপাড়া সরিষাআটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল ধলাপাড়া ফাঁড়ির পরিদর্শক তদন্ত অহেদুল ইসলাম।

এ ব্যাপারে তিনি জানান, তিনজনই ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। নিহতরা হলেন- শাহজালালের ছেলে আবু বকর (১৬), রমজান আলীর ছেলে সাইম (১৬) ও মজির উদ্দিনের ছেলে শরীফ (১৬)।

এদিকে ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া বলেন, ওই তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। এ সময় তাদের মোটরসাইকেলটি অভার স্পিডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায় বলেও জানান তিনি।

এরই মধ্যে নিহতদের স্বজনরা এসে লাশগুলো বাড়িতে নিয়ে গেছে।