আফগানিস্তানের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র রশিদ খান। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে আউট করেন রশিদ খান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৪০তম ম্যাচে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে আউট করার মধ্য দিয়ে ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে ৪০০তম উইকেট শিকার করেন রশিদ খান।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৫ টেস্টে অংশ নিয়ে ৩৪ উইকেট শিকার করেন রশিদ খান। ৭৪ ওয়ানডেতে রশিদ খানের সংগ্রহ ১৪০ উইকেট আর টি-টোয়েন্টিতে ৫৫ ম্যাচে ১০২ উইকেট শিকার করেন রশিদ খান।
রোববার আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৪০তম ম্যাচে অংশ নিয়ে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে আউট করেন রশিদ খান। এ উইকেট শিকারের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৬ ম্যাচে তার সংগ্রহ ১০৩ উইকেট।
তবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ২৮৯তম ম্যাচ খেলতে নেমে ৪০০তম উইকেট শিকার করেন রশিদ খান।