প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাবর আজম। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের অভিষেক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক। যেখানে তিনি পিছনে ফেলেছেন তার বর্তমান ব্যাটিং গুরু ম্যাথু হেইডেনকে।
এর আগে গত ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়ার হয়ে চার ফিফটিতে ২৬৫ রান করেছিলেন ম্যাথু হেইডেন।
চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে ৪ ফিফটিতে ২৬৪ রান করা বাবর, আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলতে নেমে ‘গুরু’ হেইডেনের রেকর্ডটি নিজের করে নেন।
এর আগে অধিনায়ক হিসেবেও টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন টি-টোয়েন্টির র্য্যাঙ্কিংয়ের ‘নাম্বার ওয়ান’ ব্যাটার।
যেখানে তিনি পিছনে ফেলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। উল্লেখ্য ঘরের মাঠে ২০১২ টি-বিশ্বকাপে ২০১ রান করেছিলেন শ্রীলঙ্কার তৎকালীন অধিনায়ক জয়াবর্ধনে।