আজ থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম দিনে চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
এদিকে দলীয় ৬৯ রানে মধাহ্নভোজের বিরতির পর থেকে ফিরে দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ দল। লিটন দাস ও মুশফিকুর রহিম দুজনই তুলে নেন ফিফটি। গড়েন ১২২ রানের অবিচ্ছেদ্য জুটি।
অনেকটা খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন মুশফিক-লিটন। এ জুটির ব্যাটিং উপভোগ করছেন পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানও। উইকেটের পেছনে থেকে হঠাৎ বাংলা বলা শুরু করেছেন তিনি। বললেন- ‘ভালো ভালো, ভালো বলিং।’
ম্যাচের ৪৭তম ওভারের সময় রিজওয়ান বাংলায় এ কথা বলেন। বল করছিলেন বাঁ-হাতি অর্থডক্স বোলার নোমান আলি। তার তৃতীয় ডেলিভারিটি ডিফেন্স করেন লিটন। রিজওয়ান বলেন, ‘ভালো ভালো, ভালো বলিং।’ এ সময় রিজওয়ানের বাংলা শুনে হেসে দেন লিটন দাস।