শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে মসজিদে নববিতে ব্রিটিশ কনসাল জেনারেল

ইসলামের উদ্দেশ্য ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। ইসলামি জীবনাদর্শ বিশ্বের সব মানুষের জন্য। ইসলামের লক্ষ্য হলো মানুষের সমাজে শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা। মানুষের মৌলিক চাহিদা পূরণ ও মৌলিক অধিকার সংরক্ষণ করা।

নতুন খবর হচ্ছে, সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত ব্রিটিশ কনসাল জেনারেল ইসলাম গ্রহণ করেছেন। মুসলিম হওয়ার পর নাম পরিবর্তন করে তিনি সাইফ আশার নাম রাখেন। নিজের ভেরিভাইড টুইটারের নামও পরিবর্তন করেন।

সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববি প্রাঙ্গণে তোলা ছবি সাইফ নিজের টুইটারে প্রকাশ করেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এর আগেও তিনি কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন।

টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, আমার প্রিয় শহর মদিনায় ফিরে এসেছি এবং মসজিদে নববিতে ফজর নামাজ আদায় করতে পেরেছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ কনসাল জেনারেলের ছবি প্রকাশের পর সবাই তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর প্রশংসা করতে থাকেন। মুসল্লিমরা তাঁর কল্যাণ চেয়ে দোয়া করেন।

মোটিভেশনাল স্পিকার মুতাহ ওয়াসিন শাবাজ বিল নিজের টুইটার অ্যাকাউন্টে ব্রিটিশ কনসালের ইসলাম গ্রহণের কথা জানিয়ে ছবি প্রকাশ করেন। শাবাজ বিলি সবার কাছে নেপোলিয়ন নামেই বেশ পরিচিত। ২০০১ সালে তিনি ইসলাম গ্রহণ করেন। র‍্যাপ গ্রুপ আউটলাজের সাবেক সদস্য ছিলেন।