সতীর্থদের ফেসবুক ডিঅ্যাকটিভেট করার অনুরোধ করেছিলেন রিয়াদ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দল যখন জয়ের দেখা পাচ্ছিলই না, তখন সতীর্থদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলেন রিয়াদ। ক্ষণে ক্ষণে বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেতরকার চিত্র কেমন ছিল, তা গণমাধ্যমকে জানিয়েছে একাধিক বিশেষ সূত্র।

এদিকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে রিয়াদ পরামর্শ দিয়েছিলেন, কেউ যেন ফেসবুক-ইউটিউবে সমালোচনায় চোখ না বুলান। রিয়াদ ছাড়াও একই আহ্বান জানিয়েছিলেন দলের অন্য সিনিয়ররাও।

এদিকে সতীর্থদের প্রতি রিয়াদদের বার্তা ছিল এমন- কেউ যেন ফেসবুকে খেলা সম্পর্কিত বিষয়গুলোতে নজর না দেন, ইউটিউবে দল সম্পর্কিত কোনো ভিডিও না দেখেন। সম্ভব হলে ফেসবুক, ইউটিউবে সাংবাদিকদের লেখা খবর, ভিডিও, প্রতিবেদন, দর্শকদের প্রতিক্রিয়া এসব না শুনতে, কারণ এতে হিতে বিপরীত হবে। মানসিক চাপ থেকে মুক্ত রাখতে অনুরোধ করা হয়েছিল- সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজ নিজ অ্যাকাউন্ট যেন ডিঅ্যাকটিভেট করে রাখেন।

এদিকে বিশ্বকাপে শেষ টিম মিটিংয়ে অধিনায়ক সতীর্থদের বিদায় দিয়েছেন এসব কথা বলে- ‘সবাই ফিট থাকবে। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুনভাবে শুরু করতে হবে। পাকিস্তান সিরিজে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। কোচিং স্টাফদের কোনো দোষ নেই। আমরা মাঠে ভালো পারফরম্যান্স করতে পারিনি বলেই এমন ফলাফল হয়েছে।’