সাইফের টেকনিক খুব ভালো, ইনশাআল্লাহ্‌ কামব্যাক করবেঃ মাহমুদউল্লাহ

বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র সাইফ। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, টেস্টের পর টি-টোয়েন্টিতেও অভিষেক হল ওপেনার সাইফ হাসানের। তবে ঠিক টেস্টের মতই মলিন রূপে ধরা দিলেন টি-টোয়েন্টিতে নিজের উদ্বোধনী ম্যাচে। তাতেও সাইফের ওপর আস্থা হারাচ্ছেন না টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সাইফের ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন উঠেছিল টেস্টের পারফরম্যান্স দেখেই। কেউ কেউ মনে করেন, পেসারদের বিপক্ষে সাইড স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন না। শুক্রবারও (১৯ নভেম্বর) রানের জন্য ধুঁকছিলেন।

শেষপর্যন্ত ৮ বলে মাত্র ১ রান করে ফেরেন সাজঘরে। অবশ্য রিয়াদ মনে করছেন, সাইফের টেকনিকে কোনো সমস্যা নেই। তিনি বলেন, ‘টেকনিকের বিষয় আমি খুব একটা বলতে পারব না। আমার কাছে মনে হয় ওর ভালো টেকনিক আছে। প্রথম ম্যাচ যে কারোরই খারাপ হতে পারে। ও ইনশাআল্লাহ্‌ কামব্যাক করতে পারবে।’

তবে ব্যাটিং ইউনিট নিয়ে রিয়াদের দুর্ভাবনা দফায় দফায় ধরা পড়ল। বিশ্বকাপ থেকেই ছন্দে আছেন বোলাররা, এই ম্যাচেও ভালো করেছেন। ব্যাটাররা জ্বলে উঠতে না পারায় দল জয়ের দেখা পাচ্ছে না, মনে করছেন টানা ৬ ম্যাচ হারের মুখ দেখা অধিনায়ক রিয়াদ।

তার ভাষায়, ‘বোলাররা সবাই ভালো পারফর্ম করছে। আমার মনে হয় আমাদের ব্যাটিংটা আরও ভালো করতে হবে। আজকে ওরা শেষের দিকে ভালো ব্যাটিং করেছে, এ কারণে ফলাফল পক্ষে আসেনি।’