সাতক্ষীরার ৮ ইউপিতে হেরেছেন নৌকার প্রার্থীরা

নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পরাজয়ের শক্ত ভিত্তিই তৈরী করে দেবে কাঙ্খিত বিজয় অর্জনের প্রেরণা। অনেক প্রার্থী বলে থাকেন ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে। তবে বাস্তবতা ভিন্ন।

নতুন খবর হচ্ছে, সাতক্ষীরা সদরের ১৩ ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি আটটিতে হেরেছেন নৌকার প্রার্থীরা। আট ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী পাঁচ, বিএনপির স্বতন্ত্র দুই, জাতীয় পার্টির এক ও জামায়াতের এক ও স্বতন্ত্র এক প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির।

নির্বাচিতরা হলেন- ধুলিহর ইউনিয়নে মিজানুর রহমান চৌধুরী (বিদ্রোহী), ফিংড়ি ইউনিয়নে মো. লুৎফর রহমান (বিদ্রোহী), ভোমরা ইউনিয়নে ইসরাঈল গাজী (জাতীয় পার্টি), বৈকারী ইউনিয়নে আবু মো. মোস্তফা কামাল (বিদ্রোহী), লাবসা ইউনিয়নে আব্দুল আলিম (স্বতন্ত্র বিএনপি), কুশখালী ইউনিয়নে মাওলানা আব্দুল গফফার (জামায়াত), আগরদাড়ি ইউনিয়নে কবির হোসেন মিলন (স্বতন্ত্র), বাঁশদহা ইউনিয়নে মাস্টার মফিজুল ইসলাম (নৌকা), শিবপুর ইউনিয়নে এসএম আবুল কালাম (বিদ্রোহী), ঝাউডাঙ্গা ইউনিয়নে আজমল হোসেন (নৌকা), ব্রহ্মরাজপুর ইউনিয়নে মো. আলাউদ্দীন (নৌকা), ঘোনা ইউনিয়নে আব্দুল কাদের (বিদ্রোহী) ও বল্লী ইউনিয়নে মহিতুল ইসলাম (স্বতন্ত্র বিএনপি)।