সিরিজ খেলতে ঢাকায় পৌছেছে পাকিস্তান ক্রিকেট দল

এবার আরব আমিরাতে উড়ন্ত সূচনার পর হতাশাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে পাকিস্তানের। তবে সেখান থেকে নিজ দেশে না ফিরে আজ শনিবারই সরাসরি বাংলাদেশে এসেছে দলটি।

এদিকে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে আজ সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পা রাখে পাকিস্তান। দুবাই থেকে বাংলাদেশ সময় রাত ৩ টার দিতে রওনা হয় তারা। তবে এখনই পূর্ণ দল নিয়ে আসেনি না তারা। অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন বলে সংবাদ প্রকাশ পেয়েছে পাকিস্তানি গণমাধ্যমে।

বাংলাদেশে অবশ্য পাকিস্তানের আশা কথা ছিল ১৬ নভেম্বর। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় আগেভাগেই ঢাকায় আসছে দলটি। সে সূচি অনুযায়ীই ঢাকায় আসবেন বাবর ও শোয়েব।

বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-২০ এবং দুটি টেষ্ট ম্যাচ খেলবে পাকিস্তান। শুক্রবার পুনরায় সুচীও ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। টি-২০ ম্যাচ তিনটি ঢাকায় মিরপুরে হবে। আর টেষ্ট ম্যাচের একটি হবে চট্টগ্রামে দ্বিতীয়টি ঢাকায়।

এদিকে টি-২০ সিরিজ দিবারাত্রী হওয়ার কথা ছিল কিন্তু সেগুলো এখন দুপুর ২টা হতে শুরু হবে। দিনের আলোয় শেষ হয়ে যাবে খেলা। পাকিস্তানের ১৮ জনের দলের ১৬ জন খেলোয়াড় আজ সকালে ঢাকায় নামবে।

বিসিবি জানিয়েছে টি-২০ অধিনায়ক বাবর আজম এবং শোয়েব মালিক পরে আসবেন। সীমিত দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। টি-২০ হবে ১৯, ২০ এবং ২২ নভেম্বর। প্রথম টেষ্ট ম্যাচ ২৬-৩০ নভেম্বর এবং দ্বিতীয় টেষ্ট ৪-৮ ডিসেম্বর।