বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ না করেই নিজ দেশ সাউথ আফ্রিকায় ফিরে যেতে হচ্ছে পাকিস্তান দলের বোলিং পরামর্শক ভারনন ফিল্যান্ডারকে। আগামীকাল সোমবার চট্টগ্রাম ছাড়বেন সাবেক প্রোটিয়া পেসার। তার দেশে ফেরার ফ্লাইট আগামী মঙ্গলবার।
ইতিমধ্যে আফ্রিকার কিছু অঞ্চলে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে আসতে চলেছে নিষেধাজ্ঞা। তাই চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্টের মাঝপথেই ছুটি কাটাতে দেশে ফিরছেন ফিল্যান্ডার।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে খবরটি।
আগামী ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সফরে হাসান আলি-শাহিন শাহ আফ্রিদিদের খেলতে হবে বোলিং কোচকে ছাড়াই।