সেঞ্চুরি করে নিজের জাত চেনালেন জুনায়েদ সিদ্দিকী

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে জুনায়েদ সিদ্দিকী অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছিল ঢাকা মেট্রো ও রাজশাহীর জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ। তাতে শেষ দিন আলো কাড়লেন জুনায়েদ সিদ্দিকী।

৪ উইকেটে ২৪১ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে রাজশাহী। ঢাকা মেট্রোর বোলাররা সারা দিনে নিতে পেরেছে আর চার উইকেট। খেলা যখন শেষ, রাজশাহীর স্কোর তখন ৮ উইকেটে ৪৩৩।

৫৯ রানে দিন শুরু করা জুনায়েদ প্রথম শ্রেণির ১৭তম সেঞ্চুরি পেয়ে যান ২৯৭ বল খেলে। সেঞ্চুরির পর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। ৩৪৬ বলে ৮ চারে ১১৭ রান করেন জুনায়েদ। এরপর সানজামুল ইসলাম ১০৩ বলে ৭৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। মুক্তার আলী ২০ ও সাকলাইন সজীব ১ রানে অপরাজিত ছিলেন।

রাজশাহীর দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাকিবুল হাসান। দুটি পান শহীদুল ইসলাম।

ঢাকা মেট্রো এ নিয়ে তাদের খেলা চারটি ম্যাচই ড্র করল। আর তৃতীয়বার পয়েন্ট ভাগাভাগি করল এক ম্যাচ হারা রাজশাহী।