সেমিফাইনালের আগে দুইদিন আইসিইউতে ছিলেন রিজওয়ান, ফিরেই গড়লেন বিশ্বরেকর্ড

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরোটাজুড়েই দারুণ পারফর্ম করেছেন মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার দুবাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান এক নতুন কৃতিত্ব অর্জন করলেন। একটি ক্যালেন্ডার বছরে তিনি টি টোয়েন্টি ক্রিকেটে এক হাজারের বেশি রান করলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে রান রেকর্ডে তিনি বাবর আজমকেও টপকে গেলেন। তিনি প্রথম ব্যাটসম্যান যিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

এদিন সেমিফাইনালে দল হারলেও ৫২ বলে ৬৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। তার এদিনের ইনিংসে ছিল চারটি ছক্কা ও তিনটি বাউন্ডারি। অথচ ২৪ ঘণ্টা আগেও তিনি লড়ছিলেন মৃত্যুর সঙ্গে। বুকে সংক্রমণের কারণে দুই দিন এই ব্যাটসম্যান ছিলেন আইসিইউতে। দলের সবার মানসিক ভারসাম্য যাতে নষ্ট না হয় সেজন্য এই খবর বাইরে জানায়নি পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার সঙ্গে আসেন দলের চিকিৎসক ডাক্তার নজিবও। তিনিই দিয়েছেন এমন চাঞ্চল্যকর তথ্য। জানিয়েছেন, বুকে সংক্রমণের কারণে দুই দিন তাকে রাখা হয়েছিল আইসিইউতে।

এ ব্যাপারে নজিব বলেন, ‘মোহাম্মদ রিজওয়ানের বুকে গুরুতর সংক্রমণ হয়েছিল। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে দুইদিন আইসিইউতে ছিল। এরপর অবিশ্বাস্যভাবে ম্যাচের আগে সুস্থ হয়।’ দলের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য এটা বাইরে জানানো হয়নি বলেও সংবাদ সম্মেলনে বলেন নজিব।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচ খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। ৭০ দশমিক ২৫ গড়ে করেছেন ২৮১ রান। এরমধ্যে আছে তিনটি ফিফটিও। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার চেয়ে বেশি রান আছে কেবল স্বদেশি অধিনায়ক বাবর আজমের। চলতি বছরটাও দারুণ গেছে রিজওয়ানের। ১৩৫ এর বেশি স্ট্রাইক রেটে ৯০ এর গড়ে মাত্র ২০ টি ইনিংসে একটি সেঞ্চুরি এবং ১০ টি হাফ সেঞ্চুরি করেছেন।