হারলেও বাবরদের প্রশংসায় ভাসালেন ইমরান খান

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরে গেছে পাকিস্তান। সেমিফাইনালের এই করুণ পরাজয়ে পাকিস্তান বাদ পড়েছে বিশ্বকাপ থেকেও। তবুও দলকে প্রশংসার জোয়ারে ভাসালেন পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিকে পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ইমরান নিজে ছিলেন তুখোড় ক্রিকেটার, আশা জাগিয়েও এমন পরাজয় বরণ করে নেওয়া তাই পেশাদার ইমরানের কাছে নতুন কিছু নয়।

গতকাল রোমাঞ্চে ঠাসা ম্যাচ হারের পর তাই দলকে শুভেচ্ছা জানাতে ভুলেননি তিনি। এক টুইট বার্তায় ইমরান লিখেছেন, ‘বাবর ও দলের প্রতি- আমি জানি তোমরা এখন কেমন বোধ করছ কারণ আমিও ক্রিকেট মাঠে একই ধরনের হতাশার মুখোমুখি হয়েছি।’

ইমরান আরও বলেন, ‘যে মানের ক্রিকেট খেলেছ এবং যে বিনয় দেখিয়েছ, তোমাদের সবার উচিৎ গর্ব করা। অস্ট্রেলিয়াকে অভিনন্দন।’