২০২৩ সালে বার্সায় ফিরবেন মেসি!

সম্প্রতি বার্সেলোনা ছাড়ার পর প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। চলতি বছরের আগস্টে দল বদলের পর ফ্রান্সে তিনি এখন পর্যন্ত কাটিয়েছেন প্রায় তিন মাসের মতো সময়। নতুন শহর, নতুন ক্লাবে আসা নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ আকাশ ছুঁলেও ছিঁটেফোটাও দেখা যায়নি মাঠের পারফরম্যান্সে।

এদিকে তিন মাসের ক্যারিয়ারে এরই মধ্যে তিন তিনবার চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মেসি। এছাড়া চোট নিয়েও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলা নিয়েও চাপা অসন্তোষ রয়েছে পিএসজির। তাদের অভিযোগ, মেসি নাকি ক্লাবের তুলনায় আর্জেন্টিনা জাতীয় দলের হয়েই বেশি সময় কাটিয়েছেন এখন পর্যন্ত।

এ সম্পর্কে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এক বিবৃতিতে বলেন, ‘এটা আসলে ব্যাখ্যা করা কঠিন ব্যাপার।সে ক্লাবের চেয়ে জাতীয় দলের হয়ে বেশি সময় কাটিয়েছে। শেষ যে ফিফা উইন্ডোটা ছিল সেখানে তিন ম্যাচেই খেলেছে। ভ্রমণ-ফিরে আসা আবার ভ্রমণ-ফিরে আসা আর এখন তার পেশিতে সমস্যা।’

তাছাড়া কাড়ি কাড়ি টাকা খরচ করে বিশ্বসেরা এই ফুটবলারকে দলে নিয়েও ঠিকঠাক খেলাতে না পারার হতাশা তো আছেই। এত এত খবরের ভিড়ে নতুন এক খবর দিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট মার্কা। তারা জানিয়েছে, ২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে কাতালানরা।

এদিকে বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে মেসির। যা শেষ হবে ২০২৩ সালেই। তবে প্রথম দিকে ভাবা হচ্ছিল, চুক্তির মেয়াদ হয়ত আরও এক টার্ম বাড়তে পারে। তবে দিন যত গড়াচ্ছে সে সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। এদিকে, প্রথম মেয়াদের চুক্তির পরই সুযোগের অপেক্ষায় বার্সা।

চলতি বছর বার্সার সভাপতি নির্বাচনে হুয়ান লাপোর্তার কাছে পরাজিত হওয়া ভিক্টর ফন্ট এ ব্যাপারে স্প্যানিশ ক্লাবটিকে এরই মধ্যে ঘরের ছেলেকে ঘরে ফেরানোর প্রস্তুতি শুরুর তাগাদা দিয়ে যাচ্ছেন।

ভিক্টর ফন্ট বলেন, ক্লাবের উচিত কিভাবে মেসিকে ফেরানো যায়, সেটি নিয়ে ভাবনা-চিন্তা করা। এদিকে, মেসির একসময়ের সতীর্থ জাভি আবারও ফিরেছেন বার্সায়। তবে এবার কোচের গুরুদায়িত্ব নিয়ে ফিরেছেন তিনি। মার্কা জানিয়েছে, মেসিকে ফেরানোর ক্ষেত্রে বড় অনুঘটক হতে পারেন জাভিই।

সম্প্রতি মেসি নিজেও জানিয়েছিলেন, তিনি সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। তবে সেটা খেলোয়াড় হিসেবে না, বুটজোড়া তুলে রাখার পর টেকনিক্যাল সেক্রেটারির ভূমিকায় ন্যু-ক্যাম্পে কাজ করতে চান তিনি।

এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বার্সেলোনায় ফিরতে চেয়ে বলেন, ‘হ্যাঁ, আমি কাতালান ক্লাবটিতে ফিরতে চাই। ন্যু ক্যাম্পে টেকনিক্যাল সেক্রেটারি ভূমিকায় কাজ করার ইচ্ছা আছে। আমি সব সময়ই বলি বার্সেলোনাকে সাহায্য করার অনেক আগ্রহ আমার।’