২৩১ ভোট পেয়ে ভোটারদের ভালোবাসায় খুশি আরিফ

নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পরাজয়ের শক্ত ভিত্তিই তৈরী করে দেবে কাঙ্খিত বিজয় অর্জনের প্রেরণা। অনেক প্রার্থী বলে থাকেন ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে। তবে বাস্তবতা ভিন্ন।

নতুন খবর হচ্ছে, নির্বাচনে পরাজিত হয়েও ভোটারদের ভালোবাসায় খুশি আরিফ। ইউপি নির্বাচনের সদস্য পদে নির্বাচন করে পেয়েছেন ২৩১ ভোট।

আরিফ মিয়া রংপুরের পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কাবিলপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী ছিলেন। তার উচ্চতা ৩২ ইঞ্চি হওয়ায় নজর কারে সবার।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে কাবিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান (ফুটবল প্রতীক) ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ওই ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ২৩১ ভোট পেয়েছেন আরিফ মিয়া। আরিফ ছাড়াও ওই ওয়ার্ডে আরো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগে ভোটাররা নিজেদের টাকা খরচ করে আরিফের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছিলেন।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরিফ বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। জয়ী হতে হয়তো পারিনি কিন্তু জনগণের ভালবাসা তো কম পাইনি। আমার মতো একজন প্রতিবন্ধী যুবকের কাছে ২৩১ ভোট অনেক। পরাজিত হয়েছি তাতে কি তবু চেষ্টা করবো সব সময় এলাকার মানুষের পাশে দাঁড়াতে। তবে ইচ্ছা ছিল জয়ী হয়ে এই ওয়ার্ডের মানুষের উন্নয়নে কাজ করার।