অবশেষে সালাউদ্দিনকে সহকারি কোচের প্রস্তাব দিলো বিসিবি

বিদেশে কোচে সাফল্য না আসায় বরাবরই বাংলাদেশ জাতীয় দলের কেনো দেশীয় কোচ নিয়োগ দেয়া এটা নিয়ে আলোচনা প্রায়ই লেগেই থাকে। এবারের বিশ্বকাপের ভরাডুবির পর এটা যেন আলোচনার শীর্ষে।

অবশেষে টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দেশের সবচেয়ে সফল ও হাইপ্রোফাইল কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করতে চাইছে বিসিবি।

এদিকে বিসিবি অফিশিয়ালি না জানালেও বেসরকারি টেলিভিশন ৭১ টিভির সূত্র বলছে ইতোমধ্যে সালাউদ্দিনকে প্রস্তাবও দেওয়া হয়েছে। এমনকি তারা জানিয়েছে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য সালাউদ্দিন কিছুটা সময় চেয়েছে।

তাই তো বলাই যাচ্ছে সালাউদ্দিন রাজি হলে নিশ্চিতভাবেই টাইগার কোচিং প্যানেলের যুক্ত হতে যাচ্ছে সাকিব-তামিমদের গুরু খ্যাত ঘরোয়া ও বিপিএলে সফল এই কোচ।