অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতবে বাংলাদেশঃ আশা হেরাথের

বাংলাদেশ- অস্ট্রেলিয়া খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই,

নতুন খবর হচ্ছে, প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ খুইয়েছিল ওয়েডের দল। ৪-১ ব্যবধানে হারা সিরিজে অস্ট্রেলিয়াকে একমাত্র জয়টি এনে দিয়েছিল মিচেল সোয়েপসনের দুর্দান্ত বোলিং। যদিও সেই ধাক্কা কাটিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করেছে অজিরা।

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডের কাছে হারতে হয় তাঁদের। বিপরীত চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। সুপার টুয়েলভের প্রথম চার ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলে টাইগাররা। চার ম্যাচে জয়শূন্য থাকলেও অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ দেখছেন হেরাথ।

এ প্রসঙ্গে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের দৃঢ়ভাবে ফিরে আসতে হবে। আমাদের আরও একটা খেলা বাকি। আমাদের জয়ের মানসিকতা বজায় রাখতে হবে এবং জয়ের আত্মবিশ্বাস তৈরি করতে হবে। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নেয়ার ব্যাপারে আমাদের ভাবতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি জয়ের সুযোগ রয়েছে। ছেলেরা বিশ্লেষণ করবে তারা কী করেছে এবং কী করতে হবে। আমি নিশ্চিত আগামীকাল দারুণভাবে ফিরে আসবে।’