আগামীকাল থেকে ঢাকায় গেটলক-সিটিং সার্ভিস বাস বন্ধ, সব বাসে থাকবে স্টিকার

আগামীকাল রবিবার থেকে রাজধানী ঢাকায় বন্ধ হতে যাচ্ছে সিটিং সার্ভিস ও গেটলক বাসের সেবা। এছাড়া সব সিএনজি চালিত বাসে স্টিকার লাগিয়ে চিহ্নিত করা হবে। যাতে সেসব বাস বাড়তি ভাড়া আদায় করতে না পারে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে ঢাকা মহানগর এলাকায় চলাচল করা ১২০টি বাস কম্পানির মধ্যে ১৩টি কম্পানির ১৯৬টি বাস সিএনজিতে চলে। এসব বাসে যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য এগুলো চিহ্নিত করতে স্টিকার লাগানো হবে।

তিনি আরও বলেন, কোন পরিবহন যদি সিটিং সার্ভিস চালায় তবে সেসব বাসের রোড পার্মিট বাতিল করার জন্য বিআরটিএকে অনুরোধ করা হবে। কোন বাস অতিরিক্ত ভাড়া নিলে প্রয়োজনে পরিবহন মালিক সমিতির সদস্যপদ বাতিল করা হবে।