আগামী বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ: ডমিঙ্গো

১৫ সদস্যের বিশ্বকাপ দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে ওমানে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। যদিও বাছাই পর্ব শুরুর আগে রুবেলকে দলের সঙ্গে রাখলেও বিপ্লবকে দেশ পাঠিয়ে দেয়া হয়েছিল। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

নতুন খবর হচ্ছে, নির্বাচক হাবিবুল বাশারও বলেছিলেন, আগামী বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতির কথা। এবার বাশারের এই সুরে তাল মেলালেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। জানালেন যদি পরিকল্পনামাফিক এগোতে থাকে তাহলে পরের বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।

‘আমরা জানি আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও। কিন্তু তা রাতারাতি হবে না। এর জন্য সময় চাই। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো।’

সোমবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এভাবেই বলেছেন ডমিঙ্গো। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।